No Internet Connection !

জয়পুরহাট জেলা

প্রশ্ন: জয়পুরহাট জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: জয়পুরহাট জেলার সীমানা কি? উ: জয়পুরহাট জেলার সীমানা:

✅ উত্তরে: গাইবান্ধা ও দিনাজপুর জেলা এবং ভারত

✅ দক্ষিণে: বগুড়া ও নওগাঁ জেলা

✅ পূর্বে: বগুড়া ও গাইবান্ধা জেলা

✅ পশ্চিমে: নওগাঁ জেলা ও ভারত


প্রশ্ন: জয়পুরহাট জেলার আয়তন কত? উ: ৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: জয়পুরহাট জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: সন্দীপন জয়পুরহাট।
প্রশ্ন: জয়পুরহাট জেলার গ্রাম কতটি? উ: ৮৮৭টি।
প্রশ্ন: জয়পুরহাট জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৩২টি।
প্রশ্ন: জয়পুরহাট জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৫টি। জয়পুরহাট, ক্ষেতলাল, আক্কেলপুর, কালাই ও পাঁচবিবি।
প্রশ্ন: জয়পুরহাট জেলার পৌরসভা কতটি? উ: ৫ টি। (০৪ টি ‘ক’ শ্রেণী, ০১ টি ‘খ’ শ্রেণী )
প্রশ্ন: জয়পুরহাট জেলার নদ-নদী কি কি? উ: যমুনা, তুলসীগঙ্গা, হারাবতী ইত্যাদি।
প্রশ্ন: জয়পুরহাট জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: টেক্সটাইল মিল, চুনাপাথর, চিনিকল, সিমেন্ট কারখানা, কয়লা ফ্যাক্টরি, ঔষধ শিল্প।
প্রশ্ন: জয়পুরহাট জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: জামালগঞ্জের কয়লা খনি, জয়পুরহাট চিনিকল।
প্রশ্ন: জয়পুরহাট জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: আবদুল আলিম, আতাউর রহমান (কবি), ফাতেমা তুজ জোহরা (কণ্ঠশিল্পী), ডা: ফরিদ উদ্দিন, আব্বাস আলী খান।
তথ্যসূত্র: joypurhat.gov.bd
top
Back
Home
Gsearch